ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা দিবসে মনখারাপ জাহ্নবীর

প্রকাশিত : ১৫:৩৭, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব সন্তানদের জন্য দিনটি খুবই আবেগের। যাদের মা এখনও বেঁচে আছেন তারা হয়তো অনুভব করতে পারবে না যে মা আসলে কি! কিন্তু যাদের মা চলে গেছেন না ফেরার দেশে তাদের জন্য দিনটি অনেক বেশি বেদনার। এক বছরের বেশি হয়ে গিয়েছে শ্রীদেবী মারা গেছেন। আজ তাই মনখারাপ জাহ্নবীর।

প্রতিদিনই মাকে মিস করেন অভিনেত্রী। ‘মাদার্স ডে’-তে তারই প্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়ায়। মায়ের সঙ্গে তোলা নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন জাহ্নবী।

সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘মায়ের কথা শোন। ওদের আনন্দ দাও। পৃথিবীর সব ভালবাসা তাদের দাও। হ্যাপি মাদার্স ডে।’

প্রকাশিত ছবিতে দেখা গেছে- ছোট্ট জাহ্নবীর পরনে ঘাগরা, সেই সঙ্গে সোনার গয়না। সে বসে রয়েছে মায়ের কোলে। দু’জনের চোখ সোজা ক্যামেরায়।

হাসিমুখের এই ছবি আর কখনও তোলা হবে না জাহ্নবীর। কারণ মা আজ নেই। মাকে হারিয়ে বেশ কষ্টেই আছেন তিনি।

জাহ্নবীর শেয়ার করা ছবি দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন তার অনুরাগীরাও।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি