ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম দিনেই ১২ কোটিতে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’

প্রকাশিত : ১৮:৩৫, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়া অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস সিনেমাটি আয় করেছে ১২.০৬ কোটি টাকা। যা প্রথম কিস্তির থেকে তুলনামূলক ভালো বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।

এ বিষয়ে টাইগার বলেন, ‘স্টুডেন অব দ্য ইয়ার ২’ একটু অন্য ধরনের সিনেমা। সে ভাবে শক্তি প্রদশর্ন নেই। কেউ ঘুসি মারলে রক্তাক্ত হই। হিরোর মতো পাল্টা জবাব দেওয়ার বালাই নেই। একদম প্রকৃত কলেজ ছাত্র। ওয়ান ম্যান আর্মি নই।’

তবে প্রথম দিনে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকমহলে। তাদের কথায়, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ প্রথম সংস্করণ থেকে অনেক বেশি রিফ্রেশ। স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রথম দিনে ব্যবসা করে ৭.৫২ কোটি।

সিনে বিশেষজ্ঞদের দাবি, টাইগার যতই এই সিনেমাকে নতুনত্ব বলে ব্যাখ্যা করুক, বাঘী ২ কিন্তু প্রথম দিনে এর থেকে ভালো ব্যবসা করেছিল।

প্রসঙ্গত, পরিচালক পুনিত মালহোত্রার এটি তৃতীয় সিনেমা। এর আগে ‘আই হেট লভ স্টোরিজ’ ও ‘গোরি তেরা প্যায়ার ম্যায়’ সিনেমা বানিয়েছেন তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি