ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গনার আক্রমণে রণবীরের জবাব

প্রকাশিত : ১৫:৩৬, ১৩ মে ২০১৯ | আপডেট: ১৫:৩৮, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

যেটা যখন মনে হয় কোনো কিছু না ভেবে সেটাই বলে বসেন। এ বদনাম কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আক্রমণ করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে তাকে। কেন যে কঙ্গনা রণবীর-আলিয়ার উপর এতটা বিরক্ত তা একমাত্র তিনিই জানেন!

বেশ কিছুদিন আগে, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা বলেন, ‘রণবীর নিজেকে ইয়ং বলে দাবি করেন, অথচ ওর বয়স তো ৩৭। আর আলিয়াকে নতুন প্রজন্মের তারকা বলা হচ্ছে, ওর বয়স ২৭। ওই বয়সে আমার মায়ের ৩টে বাচ্চা হয়ে গিয়েছিল। এটার কোনও মানে হয় না।’

মনিকর্ণিকার প্রচারে গিয়েও রণবীর-আলিয়ার আক্রমণ করেছিলেন কঙ্গনা, বলেছিলেন,  ‘রণবীর, আলিয়ারা দেশ নিয়ে মাথা ঘামান না, তারা রাজনৈতিক কোনও বিষয়ে মতামত রাখেন না, ওনারা শুধুই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত।’

সম্প্রতি, একটি অনুষ্ঠানে তাকে নিয়ে করা কঙ্গনার এধরনের মন্তব্য নিয়ে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,  ‘যখনই কেউ আমায় কিছু প্রশ্ন করেছেন, আমি সবসময়ই তার জবাব দেওয়ার চেষ্টা করেছি। তবে এক্ষেত্রে আমার কোনও আগ্রহ নেই। আমাকে নিয়ে কেউ কিছু বলতেই পারেন। সেটা তার ব্যপার। তবে আমি জানি, আমি কী, কেমন, বা আমি কী বলেছি।’

এদিকে এর আগে আলিয়াকে একই আক্রমণ করেন কঙ্গনা। তাকে নিয়ে কঙ্গনার এমন মন্তব্যে আলিয়ার আগেই সাফ জনিয়েছিলেন, ‘কঙ্গনা যেভাবে কথা বলেন, যেভাবে রাজনীতি নিয়ে নিজের মতাদর্শ প্রকাশ করেন, আমার সেই ক্ষমতা বা দক্ষতা নেই। উনি ভালো বক্তা। আমি কঙ্গনাকে তার যোগ্যতার জন্য, তার কথা বলার পারদর্শিতার জন্য শ্রদ্ধা করি।

তবে হ্যাঁ, ও (কঙ্গনা) ঠিকই বলেছে, ‘আমরা অনেক সময়ই চুপ থাকি। আমার বাবা (মহেশ ভাট), সবসময় বলেন, সব বিষয়ে কথা বলতে নেই। অবশ্যই আমার মতামত থাকে তবে আমি সেটা নিজের মধ্যেই রাখি ‘

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি