ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ড্যানিয়েলের দেখা সবচেয়ে সুন্দর মানুষ সানি

প্রকাশিত : ১৪:২৮, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

জীবনকে জয় করেছেন তিনি। ক্যারিয়ারে বদলেছেন বহুবার। আলোচনায় থেকেছেন বছড় জুড়ে। এখন দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। তিনি সানি লিওন। গতকাল ৩৮ বছরে পা দিয়েছেন তিনি। যদিও জন্মদিন তার কাছে শুধুই একটি তারিখ মাত্র। জন্মদিন প্রিয়জনেদের সঙ্গেই সেলিব্রেট করছেন সানি। তবে স্পেশ্যাল দিনটা আরও স্পেশ্যাল করে তুলেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

সানিকে উদ্দেশ্য করে ড্যানিয়েল লিখেছেন, ‘এত কিছু মনে আসছে, এত কিছু লেখার রয়েছে একটা পোস্টে কোনওভাবেই তা সম্ভব নয়। আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি।’

তিনি আরও লেখেন, ‘সারা জীবন নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবতে দেখেছি তোমাকে। এই জার্নিতে আমি পাশে রয়েছি। শুভ জন্মদিন।’

যদিও জন্মদিনে কোন পার্টি নয়, পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে ডিনারের ব্যবস্থা করেন অভিনেত্রী।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি