ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার কানে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

প্রকাশিত : ১৫:১৩, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড, দুই অঙ্গনেই তার উপস্থিতি দেখেছে দর্শক। পাশ্চাত্যে বেশ নামডাক তার। বিশেষ করে কোয়েন্টিকো টিভি সিরিজের মাধ্যমে। তবে ইউরোপের অন্যতম চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবে এখনও দেখা যায়নি তাকে। গত বৃহস্পতিবার কানের লালগালিচায় প্রথমবারের মতো পা রাখেন এই অভিনেত্রী।

সুইস অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের প্রতিনিধি হিসেবে এসেছেন প্রিয়াঙ্কা। কানে প্রথমবার পা রেখে দারুণ উচ্ছ্বসিত ৩৬ বছর বয়সী এই তারকা। তার পরনে ছিল লাল ও কালোর মিশেলে লম্বা গাউন।

অভিনেত্রীর প্রথম লালগালিচায় হাঁটার উচ্ছ্বাস দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে লালগালিচার ছবি পোস্ট দিয়েছেন কয়েকবার। লালগালিচায় হাঁটার আগে ইনস্টাগ্রামে কানে অংশগ্রহণের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। লেডি ডায়ানা, গ্রেস কেলি ও সোফিয়া লরেনের কানে অংশগ্রহণের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘কানস’। লালগালিচায় হাঁটার আগে হোটেলের কয়েকটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা ছাড়া বৃহস্পতিবার বলিউড অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌত কানের লালগালিচায় হেঁটেছেন। এর আগের দিন এসেছিলেন হিনা খান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি