ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে সালমান খানের কোনো ছবিতে লাইক-কমেন্ট দেন না ক্যাটরিনা

প্রকাশিত : ১০:৪১, ১৯ মে ২০১৯ | আপডেট: ১০:৪২, ১৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সালমান খানের কোনো ছবিতে লাইক বা কমেন্ট করেননি ক্যাটরিনা কাইফ। কিন্তু কেন?

 এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, এটা আমি ইচ্ছে করে করিনি। তবে এখন যখন জানতে পারলাম, মনে রাখব।

 ক্যাটরিনা কাইফ বলিউডের বহু তারকার ছবিতে লাইক বা কমেন্ট করলেও সেই তালিকা থেকে বাদ যান সল্লু মিঞা।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর মাধ্যমে দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন সালমান-ক্যাটরিনা। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়াঙ্কা। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলিউডের একটা বড় অংশ।

উল্লেখ্য, একটা সময় ছিল যখন সালমান-ক্যাটরিনার প্রেমের কথা বেশ আলোচনায় ছিল। তবে তাদের সম্পর্ক ভাঙার খবরও শিরোনামে উঠে আসে। এরপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সালমানের। পরে রণবীরের সঙ্গেও ক্যাটের ব্রেকআপ হয়। যার পর আজকাল প্রায় সবসময়ই সালমান ও তার পরিবারের পাশে দেখা যায় অভিনেত্রীকে। তবে সালমান-ক্যাটরিনা নতুন করে আবারও মধুর কোন বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা প্রকাশ্যে আসেনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি