ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

‘অভাগিনী মা’ চম্পা

প্রকাশিত : ১৫:২৩, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা চম্পা। সিনেমায় এখন তাকে খুব একটা দেখা যায় না। তবে মাঝে মধ্যে ছোট পর্দায় নাটকে অভিনয় করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বিশেষ একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। নাম ‘অভাগিনী মা’।

টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। তাকে একজন দুঃখী মায়ের চরিত্রে দেখা যাবে।

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে- ‘রিনি ও নীল দুই বন্ধু। তাদের বসবাস শহরে। মর্জিনা (চম্পা) নামের এক মহিলাকে খুঁজছেন তারা। এজন্য শহর থেকে প্রথমবার তাদের গ্রামে যাওয়া। কিন্তু কেন এই মহিলাকে খুঁজছে তারা? রিনি জানলেও নীল এর কিছুই জানেন না। নীলের কোন প্রশ্নের জবাবও দেয় না রিনি। সে শুধু নীলকে বলেন, সে যা যা বলতে এবং করতে বলে যেন সেটাই করে। অনেক খুঁজে অবশেষে মর্জিনার সন্ধান পায় তারা। এর পর কী হবে তা জানা যাবে টেলিফিল্মটি দেখলেই।

‘অভাগিনী মা’ টেলিফিল্মটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, জীবন রায়, বাবু, সোহেলী, বৃষ্টি প্রমুখ।

আগামী শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে ‘অভাগিনী মা’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি