ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা কিং খানের

প্রকাশিত : ১০:৩৪, ২৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। এর মাধ্যমে তারা ফের কেন্দ্রে সরকার গড়তে চলছে। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।

এই জয়ের জন্য মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় বাদ যাননি বলিউডের তারকারাও। সালমান খান, অজয় দেবগণ, স্বরা ভাস্কর, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে অনেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। বাকি ছিলেন শুধু কিং খান।

একটু দেরিতে হলেও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না শাহরুখও।  টুইটারে লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান `বলিউড বাদশা`।

লিখেছেন, ‘আমি ভারতীয় হিসাবে গর্বিত। গণতন্ত্রের রায় স্পষ্ট আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে আমাদের এই সরকারের পাশে থাকতে হবে। গণতন্ত্রই জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য আমার তরফে রইল অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে বলিউডের সমস্ত তারকার কাছেই মোদী আবেদন করেন মানুষকে ভোট দিতে বলার জন্য। সেই তালিকায় ছিলেন শাহরুখও। কমবেশি সব তারকাই প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলেন।

সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই অনুরোধ জানান। তবে এক্ষেত্রে শাহরুখ ছিলেন কিছুটা হটকে। নিজের গলায় র‌্যাপ গেয়ে দেশবাসীর কাছে এই অনুরোধ জানান।

স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে শাহরুখকেও ভোট দিতে যেতে দেখা যায়। তার সঙ্গে ছিল ছোট্ট আব্রাম।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি