ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আবারও আইসিইউতে এ টি এম শামসুজ্জামান

প্রকাশিত : ১০:৫৯, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে আবারও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে অভিনেতার শ্বাসকষ্ট বাড়ায় গতকাল দুপুরে আবারও আইসিইউতে নেওয়া হয়। যদিও আজ এ অভিনেতার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকের সিদ্ধান্তে তাকে নেওয়া হয়েছে আইসিইউতে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ছোট ভাই সালেহ জামান সেলিম।

এ টি এম শামসুজ্জামানের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মো. মতিউল ইসলাম বলেন, ‘গত চার দিন তিনি কেবিনে বেশ ভালোই ছিলেন। তার শ্বাসকষ্ট বাড়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। তবে আশার কথা হলো, তিনি বিপদমুক্ত। একটু সুস্থ হলেই তাকে কেবিনে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ টি এম শামসুজ্জামানের বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। যদি বাসায় ফেরেনও চিকিৎসকের দেখাশোনায় থাকবেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে। যে জন্য স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে এ টি এম শামুসজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি