ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদের নাটক দিয়ে ফিরলেন সারিকা

প্রকাশিত : ১৬:৫২, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

মডেল-অভিনেত্রী সারিকা। দীর্ঘদিন তাকে পর্দায় দেখতে পাচ্ছে না দর্শক। অনেকটা আড়ালেই চলে গেছেন তিনি। তবে সারিকা ভক্তদের জন্য সুখবর, আগামী ঈদে ফিরছেন তিনি।

সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করলেন সারিক। নাটকের নাম ‘মিস মাশরাফি’। সবুজ হাওলাদারের গল্পে নাটকটি পরিচালনা করেছেন তানভীর। নাটকে সারিকার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির।

দীর্ঘ দিন পর ফিরে আসা প্রসঙ্গে সারিকা বলেন, ‘এ মুহূর্তে আমি কিছুটা অসুস্থার মধ্য দিয়েই শুটিং করেছি। যেহেতু কথা দিয়েছি এ নাটকটিতে কাজ করব। তাই কথা রেখেই কাজটি ভালোভাবে শেষ করেছি। আমার মনে হয় দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন।’

নির্মাতা জানিয়েছেন আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এ নাটকটি ছাড়াও তুহিন হোসেনের পরিচালনায় ‘চুল তার কবেকার’ নামে একটি টেলিফিল্মেও অভিনয় করেছেন সারিকা। এতেও তার বিপরীতে আছেন মিশু সাব্বির। টেলিফিল্মটি আগামী ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে। এছাড়াও ঈদ উপলক্ষে আরও কয়েকটি নাটকে অভিনয় করবেন সারিকা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি