ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইন্দিরা গান্ধীর চরিত্রে রাভিনা টেন্ডন

প্রকাশিত : ১৩:০১, ৩১ মে ২০১৯

Ekushey Television Ltd.

আলোচিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’র কথা মনে আছে নিশ্চই। মুক্তির পর সিনেমাটি বক্স অফিস জয় করে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিল। সেই সাফল্যের রেশ না কাটতেই ঘোষণা করা হয়, সিনেমার পরবর্তী সিকুয়েল নির্মাণ করা হবে। আর তাতে দেখা যাবে অভিনেত্রী রাভিনা টেন্ডনকে। তার সুঅভিনয়ের জন্য তাকে এ সিনেমাতে যুক্ত করা হয়েছে। তবে কোন চরিত্রে রাভিনা অভিনয় করবেন, সেটি এতদিন প্রকাশ পায়নি। অবশেষে জানা গেছে সিনেমায় তার চরিত্রের কথা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

বর্তমানে ভারতের কন্নড় রাজ্যের কোলার গোল্ড ফিল্ডসে সিনেমাটির শুটিং চলছে। এ ছাড়াও প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’তে ভিলেন হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এর মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হবে সঞ্জয় দত্তের।

উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর ভারতের আড়াই হাজার স্ট্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছিল ‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’। বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছিল ২৫০ কোটি রুপিরও বেশি। যেখানে এর নির্মাণে খরচ হয়েছিল ৮০ কোটি রুপি! সিনেমার দ্বিতীয় কিস্তিও দর্শকদের মাঝে আলোড়ন তুলবে- এমনই প্রত্যাশা নির্মাতাদের।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি