ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

প্রকাশিত : ১১:৩১, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? শুধুই কি প্রফেশনাল, না কি অন্য কিছু? কিছুদিন আগে সালমান-ক্যাটরিনার যে প্রেমের গুঞ্জন বলিউড ইন্ডাস্ট্রিতে শোনা যেত, তা তো এখন আর নেই। তবে নতুন করে বিভিন্ন স্থানে দুজনের উপস্থিতি আবারও গুঞ্জনের সৃষ্টি করছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘অভিনেতা হিসেবে সালমানকে সম্মান করি। আমি সেটে এক হাজার শতাংশ প্রস্তুতি নিয়ে পৌঁছই। সে জন্য সালমানও আমাকে শ্রদ্ধা করে। আমাদের ইকুয়েশনটা পারস্পরিক সম্মানের। আমি একটা সীমা বজায় রাখি। সেটা অতিক্রম করে কখনও ওর সঙ্গে কথা বলি না। বাইরের লোকে আমাদের সম্পর্কটা বুঝবে না।’

শোনা যায়, ২০০৯-এ ক্যাটরিনা-সালমানের ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু তার পরও বন্ধুত্বের সম্পর্ক নাকি বজায় রেখেছেন তারা। তার পর রণবীর কাপূরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে।

সে সম্পর্কে নায়িকার মত, ‘যে কারও প্রতি শ্রদ্ধা থাকা উচিত। জীবনে আগে কেউ ছিলেন, তার সঙ্গে হয়তো এখনও কিছু জিনিস শেয়ার করা যায়। শ্রদ্ধা থাকলে তবেই সেটা সম্ভব।’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। এ সিনেমার মধ্য দিয়ে ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিয়ান সিনেমার রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

সূত্র : আনন্দবাজার

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি