ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেকে মজেছেন দীপিকা

প্রকাশিত : ২০:৫৮, ১ জুন ২০১৯ | আপডেট: ২১:০০, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

এক সময়ে তারা বেশ ভালোই ছিলেন। তাদের সেই ভালো থাকার সেতু নামক প্রেম ভেঙ্গে যায় নানা টানপোড়নে। শেষমেষ আবার জোড়া লেগেছে তাদের সর্ম্পকটা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি নাচ ভাইরাল হয়েছে।

২০১৩ সালে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত রণবীর-দীপিকার জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হায় দিওয়ানি’ মুক্তি পেয়েছিল। সিনেমার ছয় বছর পূর্তিতে ‘বলম পিচকারি’ গানের সঙ্গে নেচেছেন এই দুই তারকা।

চলতি বছরের মার্চে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পরে এই ভিডিও শুট করা হয়েছিল বলে জানা যায়। তবে ভাইরাল হয়েছে সম্প্রতি। এখন শুধুই বন্ধুত্ব নয়। কয়েক ধাপ এগিয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের সম্পর্কটা। পূর্বের সম্পর্ক ভেঙ্গে গেলেও বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকায় এখন সেই বন্ধুত্বের সম্পর্কে বোনাস যুক্ত হয়ে প্রেম মত্ত হয়েছেন তারা। সাবেক এই প্রেমিক-প্রেমিকা নিছক বন্ধুত্বের মধ্যে থাকলেও প্রায়ই তাদের আলোচনায় দেখা যায়। এবার নেচে আলোচনায় এসেছেন এই আলোচিত জুটি।

এর আগে বিচ্ছেদের পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে।

এছাড়া বিভিন্ন সময়ে কাপুর পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছেন দীপিকা। দীর্ঘদিন ধরে আমেরিকায় ক্যানসারের চিকিৎসার জন্য রয়েছেন ঋষি কাপুর। সেখানেও দেখা করতে গিয়েছিলেন দীপিকা। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন নীতু কাপুর। প্রেম না থাকলেও বন্ধুত্ব বাঁচিয়ে চলছেন দীপিকা-রণবীর।

 

এমএস/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি