ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীর সঙ্গে ডিনার করতে চান ক্যাটরিনা!

প্রকাশিত : ১২:৫৩, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর গত বৃহস্পতিবার (৩০মে) দ্বিতীয় বারের মতো শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার করার ইচ্ছে প্রকাশ করলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনা দ্বিধায় তিনি এ কথা স্বীকার করেন।

ক্যাটরিনার কাছে জীবিত অথবা মৃত, তিন ব্যক্তির নাম জানতে চাওয়া হয়। যাদের সঙ্গে ডিনারে যেতে চান। নায়িকা উত্তর দেন, ‘মেরিলিন মনোরো, নরেন্দ্র মোদী এবং কনডোলিজা রাইস।’

যদিও কেন এই তিন ব্যক্তির নাম বললেন, তার ব্যখ্যা দেননি ক্যাটরিনা। কিন্তু মোদীর নাম বলার পর নায়িকার রাজনৈতিক পরিচিতি নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। আসন্ন ইদে মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমাতে ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিয়ান সিনেমার রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি