ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যর্থ ঋত্বিক

প্রকাশিত : ১২:৫৭, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঋত্বিক রোশন। সময়টা তার খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি তার নতুন সিনেমা ‘সুপার ৩০’র ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে এটি প্রকাশের পর প্রশংসার পরিবর্তে ট্রলের শিকার হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ কটু কথাও শুনতে হয়েছে ঋত্বিক রোশনকে।

এদিকে সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে রোশন পরিবারের নিজস্ব ব্যানারে নির্মিত সিনেমা ‘কাবিল’। কিন্তু সিনেমাটি দেশটিতে তেমন কোন সাড়া ফেলতে পারেনি। যেখানে ‘দঙ্গল’ এবং ‘আন্ধাধুন’র মতো সিনেমা দেশটির বক্স অফিস দাপিয়ে ব্যবসা করেছে। সেখানে ঋত্বিক রোশনের ‘কাবিল’ চীনের প্রেক্ষাগৃহে ব্যর্থ।

কিছুদিন আগে সিনেমাটির প্রমোশনের জন্য ইয়ামি গৌতমকে নিয়ে চীনে গিয়েছেন ঋত্বিক। তবুও সিনেমাটিকে দর্শক প্রত্যাখ্যান করেছে।

‘কাবিল’ সিনেমাতে ঋত্বিকের চরিত্রের নাম রোহন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ঋত্বিক-ইয়ামির জুটির এটিই প্রথম সিনেমা। তারা দুজনই দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন।

অপরদিকে সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ২০১৭ সালের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায়। তখন সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি