ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সঙ্গে বিগ বস ১৩-তে থাকছে কোন এই গায়ক?

প্রকাশিত : ১০:১৬, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিগ বস সিজন ১২-এ ছাত্রী জ্যাসলিন মাথারুর সঙ্গে অনুপ জলোটা উপস্থিত থেকে চমকে দিয়েছিলেন সকলকে।  সম্প্রতি এক মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আর সেই সাক্ষাৎকারে তিনি উস্কে দিয়েছেন বিগ বসের প্রসঙ্গ।

অনুপ জানিয়েছেন, এ বছরও তিনি বিগ বস হাউসে যাবেন। কিন্তু কোন ভূমিকায়। সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন মজার ছলে। বলেছেন, ‘‘সলমন খানের সঙ্গে আমি বিগ বগ হোস্টও করতে পারি।’’ আর অনুপর জলোটার এই কথা শোনার পরই বিগ বগ সিজন ১৩ নিয়ে বেড়ে গিয়েছে উন্মাদনা।

গত বছর নিজের তরুণী ছাত্রীকে সঙ্গী করে বিগ বসের সিজন মাতিয়েছিলেন তিনি। এ বার গেলে কাকে সঙ্গী হিসাবে পেতে চান, সে কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, এ বারে তিনি সঙ্গী হিসাবে চান বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি