ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাফা কবিরের ‘গন কেইস’

প্রকাশিত : ১০:৩৪, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী সাফা কবির। নাটকে তার সরব উপস্থিতি। বিশেষ করে ছোট পর্দায় তার জনপ্রিয়তা বেশ। তবে সেখানেই আটকে নেই অভিনেত্রী। সম্প্রতি বায়োস্কোপে প্রকাশ হয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গন কেইস’। এ ছাড়া সাফা ব্যস্ত রয়েছেন কোরবানির ঈদের নাটকের কাজ নিয়ে।

সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ করা হয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গন কেইস’। অনম বিশ্বাসের পরিচালনায় ‘গন কেইস’ সাত পর্বের ওয়েব সিরিজ। প্রতি পর্বের ব্যাপ্তি ২০ মিনিট। এই সিরিজে ক্রাইম, ক্লাইমেক্স, কমেডি, সাসপেন্স ও রোমান্স সবই পাবে দর্শক।

এর গল্পে দেখা যাবে, একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ। এতে সাফার সহশিল্পী ইয়াশ। এবারই প্রথম অনম বিশ্বাসের পরিচালনায় অভিনয় করলেন সাফা। এই সিরিজের কিছু অংশের চিত্রায়ণ হয়েছে কক্সবাজারে। যে সময় কক্সবাজারের তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

ওয়েব সিরিজ ও টিভি নাটক নিয়ে সাফা করিম বলেন, ‘ওয়েব সিরিজ ও টিভি নাটকের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। ওয়েব সিরিজ নির্মাণ করা হয় একটি বিশেষ শ্রেণির দর্শকের কথা চিন্তা করে। আর টিভি নাটক সবার জন্য।’

তিনি বলেন, ‘এখন বিশ্বজুড়ে কিন্তু ওয়েব সিরিজের কাজ হচ্ছে। আমাদের দেশেও এখন অনেকেই এই মাধ্যমের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর একটি বিষয় না বললেই নয়, টিভি নাটকে যে ধরনের গল্প দেখানো সম্ভব হচ্ছে না, ওয়েবে তা সম্ভব হচ্ছে।’

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বড় পর্দা মানেই বিশাল জগৎ। বড় কিছু। দর্শকরা যেখানে টিকিট কেটে দেখতে যান। প্রত্যেক অভিনেত্রীর মতো আমারও বড় পর্দায় কাজের ইচ্ছা আছে। তবে এত দ্রুত চলচ্চিত্রে কাজ ঠিক হবে না। কারণ এখনও ছোট পর্দায় নিজেকে বহুমাত্রিক চরিত্রে হাজির করতে পারিনি। তাই নিজেকে আরও পরিণত করে বড় পর্দায় উপস্থিত হতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি