ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ছোট পর্দায় জুটি হলেন মম-জোভান

প্রকাশিত : ১০:৫৫, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

‘ফেলটুস’ নামের একটি একক নাটকে ছোট পর্দায় জুটি হলেন জাকিয়া বারী মম ও জোভান। নাটকের কাহিনী লিখেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় রিফান আদনান পাপন।

নাটক নিয়ে মম বলেন, ‘গল্প পছন্দ না হলে কোনো নাটকে কাজ করি না। এদিক থেকে ফেলটুস ভিন্ন ধরনের গল্পের এক নাটক। পরিচালনায় পাপন যত্নের ত্রুটি রাখেননি। আমি আর জোভানও সাধ্যমতো চেষ্টা করেছি গল্পকে দর্শক উপযোগী করে তোলার।’

জোভান বলেন, ‘এর আগে ‘তুই থেকে তুমি’ নাটকে মমর সঙ্গে জুটি হয়েছিলাম। আগের মতো এবারও এই গুণী এই অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। আশা করছি, নাটকটিও দর্শকের ভালো লাগবে।

আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি