ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এক দশক পর মঞ্চে মিলি

প্রকাশিত : ১১:৫৮, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। বড়-ছোট দুই পর্দাতেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। দর্শক তাকে সব সময় পর্দায় দেখলেও অনেকে হয়তো জানেন না যে- এক সময় তিনি মঞ্চে অভিনয় করতেন। সেই ছাত্রজীবন থেকেই মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেন মিলি। বিশেষ করে নাট্যকেন্দ্র ও লোক নাট্যদলের হয়ে অসংখ্যবার মঞ্চে অভিনয় করেছেন ‘মনপুরা’ খ্যাত এই তারকা।

তবে সিনেমা, নাটক ও পারিবারিক ব্যস্ততার কারণে ইদানিং তাকে মঞ্চ নাটকে দেখা যাচ্ছে না। সর্বশেষ ২০০৮ সালে নাট্যকেন্দ্রের হয়ে ‘প্রজাপতি’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। নতুন খবর হচ্ছে দীর্ঘ ১০ বছর পর আবারও মঞ্চে ফিরছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে মিলি বলেন, ‘লোকনাট্য দল ও নাট্যকেন্দ্র- দল দুটির ব্যানারে অভিনয়ের জন্য প্রস্তাব এসেছে। আমিও মানসিকভাবে মঞ্চ নাটকে ফেরার পরিকল্পনা করেছি। এছাড়া কয়েকটি রেপার্টরি নাটকেও অভিনয়ের প্রস্তাব আছে। ইচ্ছা আছে শিগগিরই মঞ্চে কাজ করার। মঞ্চে কাজ না করলেও টেলিভিশন নাটকে কিন্তু আমি নিয়মিত কাজ করি। এখন আমার ছেলেটাও বড় হয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে এখন মঞ্চে সময় দিতে পারব।’

উল্লেখ্য, মিলি অভিনীত দু-টি ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার হচ্ছে। আরটিভিতে প্রচার হচ্ছে সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটিং মাস্টার’ এবং দুরন্ত টিভিতে তোফায়েল সরকারের ‘গুড্ডু বুড়া’।

এছাড়া আগামী ২২ জুলাই থেকে এনটিভিতে প্রচার শুরু হবে তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি