ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া থেকে সাম্মানিক ডিগ্রি পেতে যাচ্ছেন শাহরুখ

প্রকাশিত : ১৫:৫২, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ২২:৩৬, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সামাজিক হিতকর কাজের জন্য এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খানকে লন্ডনের এডিনবার্গ, বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর পক্ষ থেকে বিশেষ সাম্মানিক প্রদান করা হয়েছে।

এবার ঠিক একই কারণে অস্ট্রেলিয়া লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ৯ আগস্ট সাম্মানিক ডক্টরেট দেওয়া হবে তাকে।

বিভিন্ন সমাজসেবা মূলক কাজে সবসময়ই এগিয়ে এসেছেন কিং খান। এক্ষেত্রে তার ‘মীর ফাউন্ডেশন’-বিশেষ অবদান রয়েছে।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়। কিছুদিন পরেই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন উপলক্ষে অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন কিং খান। সেই সময়ে তাকে ‘ডক্টর অফ লেটারস` উপাধিতে ভূষিত করা হবে।

মূলত অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্যই এই প্রতিষ্ঠান খুলেছিলেন শাহরুখ। নিজের বাবার নামে সংস্থার নাম রেখেছিলেন ‘মীর ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটির লক্ষ্য সমাজের গোড়ায় পরিবর্তন ঘটানো।

সামাজিকভাবে বঞ্চিত এবং অ্যাসিড আক্রান্ত নারীদের চিকিৎসা, তাদের আইনি লড়াইয়ের ব্যবস্থা, থাকার বন্দোবস্ত সব ক্ষেত্রেই সাহায্য করে শাহরুখের এই সংগঠন। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে দরিদ্র নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, ছবি দেখার বন্দোবস্ত করাও এই প্রতিষ্ঠানের কাজের মধ্যেই পড়ে। 

এ সম্পর্কে শাহরুখ বলেন, ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমার কাজকে সম্মান জানানোর জন্য।’

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার লা ট্রোব একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে হিন্দী ভাষা ও সিনেমা নিয়ে পড়ানো হয়।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি