ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফাঁসির দড়ি গলায় দিয়ে আসিফের সেলফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৪ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪৭, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নিয়মিত নতুন নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করলেন এ তারকা। শুটিং চলাকালে তোলা কিছু ছবি তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

যার মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে তার। যেখানে দেখা গেছে- খোঁচা খোঁচা দাঁড়ি ভর্তি আসিফ গলায় ফাঁসির দড়ি দিয়ে মুচকি হাসছেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।’

যদিও এমন ভয়ানক বার্তা দেয়ার সঙ্গে সঙ্গে বিষয়টিকে গুরুত্ব দিয়ে (সিরিয়াসলি) না নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ছবিটি পোস্ট করে আফিস। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, গাজীপুরের কালিয়াকৈরে একটি শুটিং বাড়িতে ‘আমার বিশ্বাস’ শিরোনামে একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। জনপ্রিয় গীতিকার ইথুন বাবুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ফেরারী ফরহাদ। যথারীতি কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর নিজেই।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে আসছেন আসিফ আকবর। কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সহশিল্পী হিসেবে আছেন জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি