ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন শুভমিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়,
দেখো তোমার জন্যে রঙ তুলিতে কত শিশু ছবি এঁকে যায়,
টুঙ্গী পাড়ার মেঠোপথ ধরে,
সবুজের বুক চিরে,

আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে’-এমন কথার একটি গানে কন্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা।

সোমবার সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে কণ্ঠ দেন তিনি।

গানটি লিখেছেন কবি সুজন হাজং আর সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এ বিষয়ে সংগীতশিল্পী শুভমিতা বলেন, ‘বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গীতিকার সুজন হাজংয়ের লেখা গানটি এককথায় চমৎকার। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে। তাই গানটি মুখস্থ করে গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।’

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘প্রিয় সংগীত শিল্পী শুভমিতার খুব মিষ্টি মায়াবী কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটা সত্যি হল। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু সার্বজনীন। এই গানে বঙ্গবন্ধুকে আমি তাঁর শৈশবের সেই টুঙ্গীপাড়া এবং মধুমতি নদীর তীরে আবার ফিরে আসার আহ্বান জানিয়েছি।’

সুজন হাজং আরও বলেন, ‘গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন- নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং(ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।

অ্যালবামের সবগুলো গান লিখেছেন সুজন হাজং। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি