ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

স্কারলেটের বিচ্ছেদ ছিল তার জন্য আশীর্বাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:২৭, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০১৪ সালে ফ্রান্সের সাংবাদিক ডাউরিয়াককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাদের রোজ নামের একটি মেয়েও রয়েছে।

দুই বছর আগে বিচ্ছেদ হলেও এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হলিউড তারকা।

এ বিষয়ে স্কারলেট জানান, বিচ্ছেদ তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘ম্যারেজ স্টোরি’তে তার অভিনীত চরিত্রে ভালো প্রস্তুতির জন্য তা অনেক সহায়তা করেছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে ‘ম্যারেজ স্টোরি’র গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন নোয়া বাউমবাচ।

নতুন সিনেমা প্রসঙ্গে স্কারলেট জানান, সিনেমার বিষয়ে তেমন কিছুই জানতেন না স্কারলেট। নির্মাতার সঙ্গে দেখা হওয়ার পর বিচ্ছেদের ঘটনা নিয়ে আলাপ করছিলেন এ অভিনেত্রী। এরপর নির্মাতা তাকে সিনেমার কথা জানান। সঠিক সময় এসেছিল কাজটা। তাই তিনি সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত নেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি