ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

‘পরান’ দিয়ে ফিরছেন মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিদ্যা সিনহা মিম। এক সময়ের এই ছোট পর্দার তারকা এখন বড় পর্দার নায়িকা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও বেশ কিছুদিন সিনেমার পর্দায় দেখা যায়নি তাকে। তবে মিম ভক্তদের জন্য সুখবর- এবার ‘পরান’ সিনেমা দিয়ে আবারও ফিরলেন মিম।

রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে। ময়মনসিংহে এ সিনেমার শুটিং শুরু হয়। যাতে অংশ নিয়েছেন মিম। ময়মনসিংহ শহরের আশপাশেই শুটিং চলছে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানেই শুটিং করবেন মিম। এতে অনন্যা নামে কলেজপড়ুয়া এক ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে নিজের চরিত্র কিংবা সিনেমার গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত বলতে নারাজ এ নায়িকা।

মিম বলেন, ‘এ সিনেমার গল্পটা অসাধারণ। আমি একজন কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করছি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে। কারণ দর্শকের ভালোলাগার মতো গল্প যেমন আছে, আমরাও চেষ্টা করছি অভিনীত চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি