ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুমিল্লায় শচীন দেব বর্মণের ১১৩তম জন্মদিন পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় সঙ্গীতের বরপুত্র, সুর সম্রাট শচীন দেব বর্মণের ১১৩তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর উত্তর চর্থায় তার পৈত্রিক বাড়ির সামনে তার প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, শচীনের শিক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান ইউসুফ হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

পরে উপস্থিত সবাই তার কালজয়ী গান আমি তাক ঢুম তাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল... সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর কুমিল্লায় শচীন মেলার উদযাপনের প্রস্তুতি চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি