ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আজ থেকে ‘শারদীয় নাট্যোৎসব’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘শারদীয় নাট্যোৎসব’।  ১০ নাট্যদলের ১০টি নাটক নিয়ে পাঁচ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে। রাজারবাগের গঙ্গাসাগর দীঘিরপাড়ে বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে হবে এই নাট্যমেলা।

উৎসবে সবুজবাগ-রাজারবাগের অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদান করা হবে ফেরদৌসী মজুমদারের নামে প্রবর্তিত বেস্ট স্টুডেন্ট পুরস্কার। পুরস্কার হিসেবে শিক্ষার্থীরা পাবে উত্তরীয়, ক্রেস্ট এবং অর্থ সম্মানী বাবদ পঁচিশ হাজার টাকা। অ্যাওয়ার্ড তুলে দেবেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

নাট্যোৎসবের উদ্বোধনী দিনে আজ মঞ্চায়ন হবে থিয়েটার প্রযোজিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। এরপর পর্যায়ক্রমে মণিপুরি থিয়েটার ‘কহে বীরাঙ্গনা’, দেশ নাটক ‘নিত্যপুরান’, থিয়েটার বায়ান্ন ‘কালীদাস’, আরণ্যক ‘ময়ূর সিংহাসন’, স্বপ্নদল ‘যাদুর প্রদীপ’, নাগরিক নাট্যাঙ্গন ‘বাংলা আমার বাংলা ও সেইসব দিনগুলো’, চন্দ্রকলা থিয়েটার ‘তন্ত্রমন্ত্র’, বহুবচন ‘অনিকেত সন্ধ্যা’, নাট্যফৌজ ‘একজন মুন্সীর পোস্টার’ মঞ্চায়ন করবে।

উৎসব শেষ হবে ৮ অক্টোবর।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি