ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউটিউবে এলেন মাধুরী দীক্ষিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কিছুটা পরে হলেও নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন মাধুরী দীক্ষিত। বৃহস্পতিবার একচি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে নিজেই খবরটি জানিয়েছেন মাধুরী। খবর আনন্দ বাজার পত্রিকার’র।

কোলিওগ্রাফার সরোজ খানের প্রতি এটি তাঁর ট্রিবিউট। প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেট্টিদের ইউটিউব চ্যানেল রয়েছে আগে থেকেই। সম্প্রতি আলিয়া ভাটও এসেছেন। সেই রাস্তায় হাঁটলেন মাধুরী। প্রথম ভিডিওতে এক অ্যাওয়ার্ড ফাংশনের পারফরম্যান্সের রিহার্সালের অংশ পোস্ট করেছেন মাধুরী, যা সরোজ খানেরই কোরিওগ্রাফ করা। সম্প্রতি স্বামী শ্রীরাম নেনের সঙ্গে হাত মিলিয়ে তাঁর দ্বিতীয় মরাঠি ছবি প্রযোজনা করছেন মাধুরী। 

এ বার ইউটিউবে তাঁর নতুন জার্নি শুরু করতে পেরে বেশি উচ্ছ্বসিত নায়িকা। শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’এ। কুড়ি বছরের দাম্পত্য সেলিব্রেট করতে সেশেলস-এ গিয়েছিলেন অভিনেত্রী। মিলেনিয়ালদের মতো শ্রীরামের সঙ্গে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি