ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফোকফেস্টের নিবন্ধন প্রক্রিয়া শেষ পর্যায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রতিবছরের মত এবারও হতে যাচ্ছে তিনদিনের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৯’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এ উৎসব। এরই মধ্যে শুরু হয়েছে ফোকফেস্টের নিবন্ধন প্রক্রিয়া।

গত ৬ নভেম্বর থেকে শুরু হয়ে নিবন্ধন প্রক্রিয়া চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এটি করতে হবে www.dhakainternationalfolkfest.com এই ঠিকানায়। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে।

প্রসঙ্গত, বরাবরের মতো এ আসরের আয়োজন করছে সান ফাউন্ডেশন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উৎসব চলবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি