ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লস এঞ্জেলসে ‘রাজপ্রাসাদ’ কিনলেন নিক-প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অবশেষে নতুন বাড়ি কিনলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। নতুন বাড়ির জন্য ১৪৪ কোটি খরচ করেছেন তারা। ২০ হাজার স্কয়ার ফুটের এই বাড়িতে রয়েছে ৭টি শোয়ার ঘর এবং ১১টি বাথরুম। তাদের এ বাড়িটি আমেরিকার লস এঞ্জেলসে।

সম্প্রতি এক ফটোশুটের সময় লস এঞ্জেলসের নতুন বাড়ির কথা প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, সারাদিন পর বাড়িতে ঢুকলে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। বাড়ির মধ্যে নিজের মানুষদের দেখলে, তখন আর কোনও চিন্তাভাবনা থাকে না।

প্রসঙ্গত, লস এঞ্জেলসে জো জোনাস এবং সোফি টার্নারেরও একটি বিশাল বাড়ি রয়েছে। জো এবং সোফির বাড়িতে রয়েছে ১১টি শোয়ার ঘর এবং ১৪টি বাথরুম। এ তথ্য প্রকাশ্যে এনেছেন স্বয়ং পিগি চপস।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে তাদের বিয়ের আসর। নিক-প্রিয়াঙ্কার বিয়েতে হাজির হন দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কয়েকজন। উমেদ ভবনে রাজকীয় বিয়ে সেরে দিল্লিতে ফেরেন তারা।

দিল্লিতে ফেরার পর প্রথম রিসেপশনের আসর বসে নিক-প্রিয়াঙ্কার। সেখানে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দিল্লিতে রিসেপশনের পর মুম্বাইতে পরপর দুবার বসে নিক-প্রিয়াঙ্কার রিসেপসনের আসর। তিনটি রিসেপশন সেরে মার্কিন মুলুকে উড়ে যান নিকিয়াঙ্কা। সেখানে জোনাস পরিবারের সঙ্গে ক্রিসমাস কাটিয়ে সুইৎজারল্যান্ডে পাড়ি দেন এই জুটি।
সূত্র : জি নিউজ
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি