ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রেল স্টেশনে চা বিক্রি করছেন টয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৪৮, ২৮ নভেম্বর ২০১৯

রেল স্টেশনে চা বানাচ্ছেন টয়া

রেল স্টেশনে চা বানাচ্ছেন টয়া

Ekushey Television Ltd.

টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট একটি চায়ের দোকানে চা বিক্রি করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। চা বিক্রেতা হিসেবে টয়াকে দেখে স্টেশনের পথচারীরা অনেকেই থমকে যাচ্ছেন। ঘুরে ফিরে বারবার তাকাচ্ছেন।

জানা গেছে, ১৯৯০ সাল থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। সারারাত চা বিক্রি করে সকালে ঘুমাতে যান তিনি। এরপর সন্ধ্যা পর্যন্ত দোকানের হাল ধরেন তার মেয়ে মুনিয়া। চা বানিয়ে খাওয়ান রেলের যাত্রীদের।

এমনই গল্প ছোট পর্দায় তুলে আনছেন পরিচালক হাসিব খান। ‘প্রভাতী এক্সপ্রেস’ নামের নাটকটিতে চা বিক্রেতা মুনিয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।

গত ২৫ ও ২৬ নভেম্বর টঙ্গী রেলওয়ে স্টেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকটি প্রসঙ্গে টয়া বলেন, সকাল থেকে প্রায় ২৫ কাপ চা বানিয়েছি! অনেকে সেই চা টাকা দিয়েই খেয়েছেন। বলা যায়, ভিন্নরকম একটি অভিজ্ঞতা। আগে মোটামুটি চা বানাতে পারতাম। কিন্তু এখন একেবারে চা বানানোতে পারদর্শী হয়ে গেছি! এমন চরিত্র এবারই প্রথম করলাম।

‘প্রভাতী এক্সপ্রেস’ নামের এ নাটকে টয়ার সহশিল্পী ফারহান। নাটকটি ডিসেম্বরে কোন একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি