ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

১৮ বছর পর মঞ্চে আসাদুজ্জামান নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৯ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:৪০, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরেণ্য নাট্যজন আসাদুজ্জামান নূর। রাজনৈতিক ক্যারিয়ারের বাইরে তার প্রধানতম পরিচয় তিনি একজন অভিনেতা। বিভিন্ন ব্যস্ততা ও রাজনীতি নিয়ে বেশ কয়েকটি বছর কেটে গেছে। ইচ্ছে থাকা সত্যেও সময় হয়ে ওঠেনি অভিনয়কে চলিয়ে নেওয়ার। কিন্তু কথা রয়েছে- ‘ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে’। তেমনটাই হয়েছে এই খ্যাতিমান অভিনেতার বেলায়। ১৮ বছর পর আবারও দর্শকদের সামনে সরাসরি অভিনয়ে নিয়ে মঞ্চে ফিরছেন সাবেক এই মন্ত্রী।

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধন মঞ্চায়ন হবে আসাদুজ্জামন নূর অভিনিত ‘কালো জলের কাব্য’। এই নাটকের প্রধান চরিত্র ‘ভাঙারি’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

উইলিয়াম শেকসপিয়রের ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটক ও অন্যান্য প্রসঙ্গে আসাদুজ্জামন নূর বলেন, ‘দীর্ঘদিন পর নতুন নাটক নিয়ে মঞ্চে ফিরছি। বেশ ভালো লাগছে। তবে কিছুটা স্নায়ুচাপ রয়েছে। কারণ, মঞ্চে সর্বশেষ নতুন নাটকে অভিনয় করেছিলাম ২০০১ সালে, সারা যাকেরের নির্দেশনায় ‘মুখোশ’ নাটকে। এটি একটি বিদেশি নাটক থেকে রূপান্তর করেছিলেন সৈয়দ শামসুল হক। গত ১৮ বছরে নাগরিকের বেশ কয়েকটি পুরোনো নাটকের শোতে অংশ নিয়েছিলাম। কিন্তু নতুন নাটকে অভিনয় করা হয়নি।’

‘কালো জলের কাব্য’ নাটকে নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘উইলিয়াম শেকসপিয়রের ‘মার্চেন্ট অব ভেনিস’র মূল চরিত্র শাইলক। এই চরিত্রেই আমি অভিনয় করেছি। যেহেতু নাটকটি মার্চেন্ট অব ভেনিস থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। ফলে পুরোপুরি আমাদের দেশের প্রেক্ষাপটে নির্দেশক তুলে ধরেছেন। ফলে দর্শক প্রথমেই মার্চেন্ট অব ভেনিসের সঙ্গে নাটকটির যোগসূত্র খুঁজে পাবেন না। ধীরে ধীরে যখন লোভ বা প্রতিহিংসার জায়গাগুলো পাওয়া যাবে, তখন উপলব্ধি হবে।’

এ সময়ে এসে এমন চরিত্রে অভিনয় করা নিয়ে তিনি বলেন, ‘বয়স বাড়ে, কিন্তু একরকম উদ্যম তো থাকেই। আর সেই উদ্যমের কারণেই কিন্তু এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। আমি চেষ্টা করেছি। এখন বাকিটা নির্ভর করছে দর্শকের ওপর।’

উল্লেখ্য, নাটকটি রচনা ও নির্দেশনার পাশাপাশি এখানে অভিনয়ও করছেন পান্থ শাহরিয়ার। অপি করিম ও আসাদুজ্জামন নূর এছাড়া আরও অভিনয় করছেন রিজভী, ফারুকী, শহীদ প্রমুখ।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি