ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

তুমি কি একদিন আসতে পারো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৯ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:৩৭, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রিনির বিয়ে তাই বাড়িতে উৎসবের আমেজ। বাবা রিনির সঙ্গে বসে অতিথিদের লিস্ট করছেন। এমন সময় হঠাৎ একটি ফোন কল তাদের সমস্ত আয়োজনকে ম্লান করে দেয়। রিনির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। রিনিদের বাড়িতে নেমে আসে বিষাদের ছায়া।

রিনির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সে কিছুটা অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয়, সবার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। এ সময় রিনিদের বাাসায় তারা বাবার এক বন্ধুর ছেলে রাগিব আসে। সে এখানে কিছুদিন থাকতে চায়। রিনি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। বিরক্ত রিনির এক সময় রাগিবের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এ সময় রিনির বাবা তার বিয়ে ঠিক করেফেলে। কিন্তু রিনি বিয়েতে কোনোভাবেই রাজি হয় না...

এভাবেই ‘তুমি কি একদিন আসতে পারো?’ নাটকের গল্পটি এগিয়ে যায়। নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা। রচনায় শফিকুর রহমান শান্তনু।

শনিবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজজাদ, সালহা খানম নাদিয়া, ইভান সাইর, শুতি খান, আল্পনা ফারিয়া, প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি