ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অমিতাভের ‘ঝুন্ড’র রহস্যময় টিজার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। একটি ফুটবল টিম গঠন করেছেন তিনি। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেদের নিয়ে গঠিত হয়েছে সেই ফুটবল টিম। তবে বাস্তবে নয়, ‘ঝুন্ড’ নামের একটি সিনেমায় এমন রূপেই দেখা যাবে অমিতাভকে।

এল নাগরাজ পপটলাল মঞ্জুর পরিচালনায় নির্মিত সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার ও রহস্যময় টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

এই নির্মাতা এর আগে নির্মাণ করেছিলেন মারাঠি ভাষার সিনেমা ‘সাইরাত’ ও ‘নাল’। দুটি সিনেমায় দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। এবার প্রথমবার বলিউডে সিনেমায় চমক দেখাতে চলেছেন এই নির্মাতা।

বস্তিতে বসবাসকারী এক ফুটবলারের জীবনকাহিনি নিয়ে তৈরি এই সিনেমায় প্রফেসরের ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন।

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারটি শেয়ার করেছেন অভিষেক বচ্চন।

যেখানে দেখা গেছে, একদল যুবক লাঠি, চেন, ব্যাট নিয়ে হেঁটে যাচ্ছে। পেছন থেকে তাদের এই হেঁটে যাওয়া দেখা গেলেও কারো মুখ দেখা যায়নি। পুরো টিজার জুড়েই রহস্য ছড়ানো।

সিনেমাটি মুক্তি পাবে ৮ মে।


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি