ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পাইলট হচ্ছেন কঙ্গনা! শুভেচ্ছার ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি হচ্ছেন ভারতীয় বিমানের পাইলট! চালাবেন যুদ্ধবিমান! অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সে কথা শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় বয়ে চলেছে।

‘থালাইভি’র পর কঙ্গনার নতুন ছবি ‘তেজস’-এর ফার্স্টলুক প্রকাশ পেতেই তা মনে ধরেছে নেটাগরিকদের। সেই ছবিতেই বায়ুসেনার পাইলট হিসেবে দেখা যাবে তাকে। ভারতীয় বায়ুসেনার পোশাকে কঙ্গনা যে এক্কেবারে পারফেক্ট তা ফার্স্টলুক শেয়ার হতেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন ফ্যানেরা। 

জানা যাচ্ছে, জয়ললিতার জীবন নিয়ে বানানো ছবি ‘থালাইভি’র শুট শেষ হতেই ‘তেজাস’-এর শুটিং শুরু করবেন তিনি। অন্যান্য চরিত্রে কে থাকবেন তা এখনও জানা যায়নি। তবে রনি স্ক্রুওয়ালা যে প্রযোজকের ভূমিকায় থাকবেন সে কথা জানিয়েছেন কঙ্গনা।

কেরিয়ারের প্রথম থেকেই অফবিট সিনেমার জন্য কঙ্গনা জনপ্রিয়। তার বেশিরভাগ ছবিতে তিনিই ‘হিরো’, লাইমলাইট তারই দিকে। ‘কুইন’, ‘মণিকর্ণিকা...’, ‘পঙ্গা’—তার অভিনয় ক্ষমতা প্রশংসিত সব মহলেই। ‘পঙ্গা’ বক্স অফিসে বাজিমাত করেনি। কিন্তু কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘তেজাস’-কি মন জয় করতে পারবে নেটাগরিকদের? অপেক্ষায় ভক্তরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি