ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কোহলিকে বিদায় বলাটা খুব কষ্টের : আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিচ্ছেদ সব সময়ই কষ্টের। তবে ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদের কষ্ট মেনে নেওয়া যায় না। এবার সেই বিচ্ছেদ নিয়ে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও এই বিচ্ছেদ সম্পর্কের বিচ্ছেদ নয়, এটি ভালোবাসার মানুষের কাছ থেকে সাময়িক বিচ্ছেদ।

অভিনেত্রী জানান, বিরাট কোহলির সঙ্গে বিচ্ছেদের সময়টা তার জন্য বেশ কষ্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন কোহলি পত্নী।

বেশ কিছুদিন নিউজিল্যান্ডে কোহলির সঙ্গে সময় কাটানোর পর ভারতে ফিরে আসেন আনুশকা। তার আগে কোহলিকে নিয়ে আনুশকার আবেগঘন গুডবাই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে আসে।

ইনস্টাগ্রাম পোস্টে অনুশকা লিখেছেন, ‘বিরাটের সঙ্গে বিদায়ের সময়টা কষ্টের। মন থেকে মেনে নেওয়া যায় না। লোকে ভাবে প্রিয়জনকে গুডবাই জানানো খুব সহজ। কিন্তু ভালোবাসার মানুষকে গুডবাই জানানো আমার কাছে খুব কঠিন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি