ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিয়েটা সেরে নিলেন টয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১ মার্চ ২০২০ | আপডেট: ১১:৫৩, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। লিপইয়ারে বিয়ে করলেন তিনি। বর আর কেউ নন, অভিনেতা সৈয়দ জামান শাওন। 

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মিলনায়তনে শনিবার দুপুরে এই জুটির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে মেহেদি উৎসব হয় টয়ার। যেখানে উপস্থিত ছিলেন- অভিনেত্রী সাফা কবির, অভিনেতা সিয়াম ও তার স্ত্রী অবন্তী। আরও ছিলেন দুই পরিবারের সদস্যরা। 

প্রসঙ্গত, মডেলিং, অভিনয় আর নাচ দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন মুমতাহিনা টয়া। অপরদিকে অভিনেতা হিসেবে পরিচিত শাওন। যিনি সম্প্রতি ‘কাঠবিড়ালী’ সিনেমায় অভিনয় করেছেন। 

২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে যান দুজন। সেখানেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়। এরপর প্রেম। পরে একে অপরকে পথচলার সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন।

এ বিষয়ে টয়া বলেন, ‘হঠাৎই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। আমাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু জানতেন। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে লিপইয়ারে আনুষ্ঠানিকতা সেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি