ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সালমানের প্রতিচ্ছবি যেন আয়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১১ মার্চ ২০২০ | আপডেট: ২২:৩৩, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সালমান খানের ভাগিনা আয়াতের ছবি এখন নেট দুনিয়ায় ভাসছে। ছোট্ট আয়াতের ছবি শেয়ার করেছেন অর্পিতা খান শর্মা এবং আয়ূষ শর্মা।

অর্পিতার কোলে ছোট্ট আয়াতকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা। কেউ বলতে শুরু করেন, আয়াতের ভ্রু নাকি এক্কেবারে আয়ূষের মতো। আবার কেউ বলতে শুরু করেন, আয়াত যেন সালমান খানের প্রতিচ্ছবি।

অর্পিতা এবং আয়াতের সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই ৬০ হাজারের বেশি 'লাইক' পড়ে গিয়েছে। সালমানের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন আয়াতের ছবি দেখে। 

এদিকে সালমানের জন্মদিনেই জন্ম হয় আয়াতের। ভাইজানের জন্মদিনেই দ্বিতীয়বার মা হতে চান বলে আগেই জানিয়েছিলেন অর্পিতা। সেই অনুযায়ী, সালমান খানের জন্মদিনের রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেতার বোনকে। তারপরই সুখবর দেয় খান পরিবার। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি