ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

করোনার কবলে আমির খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৪ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

এবার করোনা আক্রান্তের তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে। বলিউড অভিনেতা আমির খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ। আমিরের ঘনিষ্ঠ সূত্র থেকেই এ খবর জানা গেছে। ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুট চলাকালীন সময়েই করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সূত্র জানিয়েছেন, অভিনেতা আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কোভিড-বিধি মেনে চলছেন। তাঁর সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে ইতিমধ্যে ছুটিও দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি 'লাল সিংহ চড্ডা'-র বাকি শ্যুটিং শুরু করবেন।

ভারতে ফের করোনার প্রকোপ বাড়ছে। ভাইরাসের কবলে পড়ছেন বলিউডের অনেক শিল্পীরা। দ্বিতীয় ঢেউ শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখের।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি