ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

অদিতির গল্পের নায়ক অপূর্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ২৪ মে ২০২০ | আপডেট: ২১:০৯, ২৪ মে ২০২০

জিয়াউল ফারুক অপূর্ব আবারও নাজিয়া হাসান অদিতির গল্পের নায়ক হলেন। ভাবছেন তারাই আবার এক হয়ে নাটক করলেন, গেল সপ্তাহে যে দুজনার সংসার বিচ্ছেদের গল্পে তুলকালাম হলো মিডিয়া! 
 
দুজনার সম্পর্কে অবনতি ঘটার আগে নাটকটির শুটিং হয়েছে। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। নাটকটির নাম ‘রুদ্র আসবে বলে’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

এতে মেহজাবীন চৌধুরী অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন। এ বছরের শুরুতে নাটকটির শুটিং হয়েছে ।

হিমি বলেন, ‘নাটকটির গল্প একটি লাইব্রেরিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে । অপূর্ব ওই লাইব্রেরিতে চাকরি করেন । মেহজাবীন সেখানে বই কিনতে আসেন । তারপর দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়। সম্পর্কটা প্রেম অবধি গড়ায়। দর্শকরা ধনী-গরিবের দারুণ একটা প্রেমের গল্প দেখবেন ।’

অপূর্বর স্ত্রীর গল্পে নাটকটি হলেও দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন তারা।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি