ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ফারুকীর সিনেমায় এ আর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১১ জুন ২০২০ | আপডেট: ১৪:২৫, ১১ জুন ২০২০

এবার মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘নো ম্যান্স ল্যান্ড’-এ যুক্ত হয়েছেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ সিনেমাতে কম্পোজার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই। 

‘নো ম্যান্স ল্যান্ড’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে। অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। সিনেমার শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। সিনেমার বেশিরভাগ সংলাপই ইংরেজিতে, তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও শোনা যাবে এতে। 

মহামারী করোনা ভাইরাসের সঙ্কট শুরুর আগে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল। 

‘নো ম্যান্স ল্যান্ড’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল (এটি তার প্রথম ফিচার সিনেমা)। 

যৌথভাবে সিনেমাটি আরও প্রযোজনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, শ্রীহারি সেঠ ও বাংলাদেশের বঙ্গ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি