ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩ জুলাই ২০২০ | আপডেট: ১৯:১৩, ৩ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অভিনেত্রী ও সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সেকথা জানালেন তিনি।

শুক্রবার একটি টুইট করে তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-সহ একাধিক উপসর্গ ছিল তাঁর শরীরে। সেই কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন সাংসদ।  হোম আইসোলেশনে ছিলেন তিনি। পাশাপাশি, নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। 

তিনি বলেন, শুক্রবার সেই রিপোর্ট পজেটিভ আসে। টুইটে বিজেপি নেত্রী জানিয়েছেন, “আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।” 

অভনেত্রী লকেটের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ৫-৬ দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। মৃদু জ্বর ছিল। তাপমাত্রা থাকছিল ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি