ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

মেয়েকে বড্ড ভালোবাসি, ওর দায়িত্ব নেব: নওয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৮ নভেম্বর ২০২০

বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ত্রী আলিয়া সিদ্দিকির সম্পর্ক এখন শেষের পথে। তাদের বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। এবিষয়ে আলিয়া একাধিকবার প্রকাশ্যে মুখ খুললেও নওয়াজ এতদিন কোনও মন্তব্যই করেননি। সম্প্রতি, মেয়ে 'শোরা'র দায়িত্ব নেওয়ার বিষয়ে মুখ খুললেন নওয়াজ।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ অবশ্যও এদিনও স্পষ্ট করে দেন, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথাই বলতে চাননা। নওয়াজ জানান, ‘'আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। তবে এটা বলতে পারি, আমি আমার সন্তানদের সমস্ত দায়িত্ব নেব। আমি আমার মেয়েকে ভীষণই ভালোবাসি। কিন্তু বাকি আর ব্যক্তিগত বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

প্রসঙ্গত নওয়াজ ও আলিয়ার দুই সন্তান রয়েছে, মেয়ের নাম শোরা ও ছেলের নাম ইয়ানি।

নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা করার পরই আলিয়া সিদ্দিকি তার নাম বদলে অঞ্জনা পান্ডে রেখেছেন। প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকি। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া। গত ৬ মেয়ে নওয়াজের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তিনি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি