ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বই প্রকাশ করবেন তাহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২২ ডিসেম্বর ২০২০

তারকা কণ্ঠশিল্পী তাহসান খান। একাধারে তিনি মডেল ও অভিনেতা। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার কাজ। পাশাপাশি ব্যস্ত আছেন নাটক, নতুন গান ও বিজ্ঞাপনের কাজ নিয়ে। তবে এরই মধ্যে দিলেন নতুন খবর‌। সব পরিচয়কে ছাপিয়ে এবার তিনি লেখক হয়ে উঠেছেন। করোনার লকডাউন চলা কালে ঘরে বসে বেশ কিছু লেখা লিখে ফেলেছেন এই তারকা। তা দিয়ে একটি বই প্রকাশের ইচ্ছে আছে তার।

এ নিয়ে তাহসান বলেন, ‘লেখালেখির নেশা আগে থেকেই ছিল। করোনায় গল্প, কবিতা লেখার চেষ্টা করে গেছি। তবে কখনও বই প্রকাশ করার কথা ভাবিনি। করোনার বন্দি সময়ে আবার যখন লেখালেখি শুরু করলাম, তখন নতুন করে ভেবেছি, এখনকার লেখাগুলো নিয়ে বই প্রকাশ করা যায় কিনা? সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, আগামী একুশে বইমেলায় ঘরবন্দি সময়ের লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করব। তবে তা গল্প নাকি কবিতার বই হবে, এখনও চূড়ান্ত করিনি।’

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা নিয়ে এই অভিনেতা বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও শেষ করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ যেসব কাজ বাকি ছিল, সেগুলো একে একে শেষ করার জন্য কাজ করে যাচ্ছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।’

সিনেমাটি মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্মাতাই ভালো বলতে পারবেন। তবে করোনা মহামারিতে বিশ্ব পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তাই সবদিক বিবেচনা করেই পরিচালক সিনেমাটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করবেন বলে আমার ধারণা।’

লকডাউনের পরের কথা নিয়ে এই সঙ্গীত শিল্পী বলেন, ‘আমাদের জীবনযাত্রা, কাজের পরিবেশ সবকছিু বদলে গেছে। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ বাধ্য হয়ে ঘরের বাইরে গিয়ে কাজ করছেন। কিন্তু কোথাও আগের মতো উচ্ছ্বাস-উদ্দীপনা চোখে পড়েনি। করোনা থেকে সুস্থ হওয়ার পর প্লেব্যাকসহ বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছি। তখনও মনে হয়েছে, কাজের পরিবেশ আগের মতো নেই। মনে ভয় নিয়ে, সতর্ক থেকে যে যার কাজ শেষ করে যাওয়ার চেষ্টা করছেন।’
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি