ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

সৌমিত্রের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সাড়ে চার মাস পরে চলে গেলেন এই অভিনেতার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। রোববার রাত ২.৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কিডনি রোগে বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা যান।

দীপা চট্টোপাধ্যায় মৃত্যুর খবর আনন্দবাজারকে নিশ্চিত করেছেন সৌমিত্রের কন্যা পৌলমী বসু। তিনি জানান, বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা। দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন দীপা চট্টোপাধ্যায়, হাসপাতালেই চিকিৎসা চলছিল। ডায়াবেটিস ছাড়াও রক্তজনিত বেশকিছু সমস্যা ছিল তার। বিশেষ করে কিডনির সমস্যার কারণেই সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

১৯৬০ সালের ১৮ এপ্রিল মাসে বিয়ে হয়েছিল সৌমিত্র-দীপার। তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা চট্টোপাধ্যায়। কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি