ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্রাবন্তীর বেডরুম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বিতর্ক সবসময়ই তার সঙ্গে রয়েছে। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলে সর্বত্র। রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভাঙনের মুখে। মনের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, বাকি শুধু আইনি জটিলতা। গত বছর পুজার আগে থেকে এক ছাদের নিচে আর থাকছেন না তারা। সম্প্রতি রোশনের বিরুদ্ধে বিচ্ছেদ মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী। তার জীবনে যখন এতো ঝড়, তখন কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী। কাজের বাইরে অভিনেত্রীর শান্তির একমাত্র ঠিকানা নিজের স্বপ্নের ঘর। 

শ্রাবন্তীর অবসর যাপনের সঙ্গী এখন নিজের অন্দর মহল। বাইপাস লাগোয়া হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা তিনি। এই আবাসন এক কথায় তারকাখচিত। রাজ-শুভশ্রী, অরিন্দম শীল, পায়েল সরকার সহ অনেকেই থাকেন সেখানে। প্রথমবার নিজের ‘মনের ঠিকানা’ ঘুরে দেখালেন শ্রাবন্তী।

অফ হোয়াইট দেওয়ালে রঙ-তুলি দিয়ে নকশা কাটা, নানান ফটো-ফ্রেম সাজানো রয়েছে দেওয়ালে। শ্রাবন্তীর ফ্ল্যাটের সবচেয়ে বড় হাইলাইট তার খোলা বারান্দা। কাঁচের দরজা ঠেলে সরালেই বহুতলের উপর থেকে পুরো কলকাতা শহরটাই যেন আপনি চোখে দেখতে পাবেন। সেই সঙ্গে নীল আকাশ যেন আলিঙ্গন করবে আপনাকে। 

শ্রাবন্তীর কথায়, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে, আমি ইচ্ছেমতো আকাশ দেখতে পাব।’ 

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে নিজের অন্দরমহলের ঝলক তুলে ধরেন নায়িকা। ছেলে অভিমন্যু আর পোষ্যদের নিয়ে এখানেই বসবাস করেন শ্রাবন্তী। তার বাড়ির ভিতরে রয়েছে সাজানো বার-কাউন্টার। সেখানে নামী-দামী ব্র্যান্ডের মদ সাজানো থাকে। ঘরের ভিতর বার থাকাটা এখন নয়া ট্রেন্ড।

নায়িকার সাজানো বেডরুম আপনাকে অবাক করবে। বিছানার পিছনে সবুজ ভেলভেট শিটের উপর বিরাট আয়না, দু’পাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে বিরাট কাঁচের জানালা দিয়ে মনোরম দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে! 
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি