ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ছেলের মামলায় আইনজীবী পরিবর্তন করলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ১৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:৩৮, ১৪ অক্টোবর ২০২১

ছেলেকে জেল থেকে বের করতে না পারায় আইনজীবী সতীশ মানেশিন্ডের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন শাহরুখ খান। তাই ছেলেকে দ্রুত জেলে থেকে বের করার জন্য আইনজীবী বদলে অমিত দেশাইকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন তিনি।

তবে আইনজীবী বদলেও যেন আরিয়ানের ভাগ্য ফেরাতে পারলেন না শাহরুখ। বুধবার রাতটাও আরিয়ান থাকলেন জেলেই।

অমিত দেশাই ছিলেন সালমান খানের হিট অ্যান্ড রান মামলার আইনজীবীও। তার তত্ত্বাবধানেই ঐ মামলা থেকে মুক্তি পান ভাইজান। এবার কি তিনি জেলজীবন থেকে আরিয়ানকে মুক্ত করতে পাবেন? এ প্রশ্নের উত্তর পেতে আরও একটু অপেক্ষা করতেই হবে। 

এদিকে ঝকঝকে মন্নত থেকে জেলের ঘরে এসে দিন দিন ধৈর্য্য হারাচ্ছেন আরিয়ান। খবর অনুযায়ী, গ্রেফতারের শুরুর দিকে আরিয়ান জেলের খাবার খেলেও গত কয়েকদিন নাকি জেলের কোনও খাবারই মুখে তুলছেন না। সকাল-বিকেল বিস্কুট আর পানি খেয়েই দিন কাটাচ্ছেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে আটক হন আরিয়ার খান। তখন থেকে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি