ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

জ্যাকলিনকে মাটি কোপাতে বললেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৮ নভেম্বর ২০২১

বলিউড ভাইজান সালমান খান এক দিকে মাটি কোপাচ্ছেন, ফসল ফলাচ্ছেন। অন্য দিকে ট্রেডমিলে দৌড়াচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিনকে ধমক দিয়ে সালমান বললেন, ‘‘বোকার মতো ট্রেডমিলে দৌড়াচ্ছ কেন? মাটি কোপাও!’’

কেন এ ভাবে বকুনি দিলেন ভাইজান? সালমানের কথায়, ‘‘মাটি কুপিয়ে, ফসল ফলিয়ে মনে হয়, সারা দিনে কিছু একটা করলাম।’’ তাঁর মতে, ট্রেডমিলে দৌড়নোর চেয়ে মাটি কোপানো ভাল। তাতে মেদও ঝরে, ফসলও ফলে।

২০২০ সালে করোনার প্রকোপে সাধারণ মানুষ-সহ তারকারাও ঘরবন্দি ছিলেন। বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সালমান খানও ব্যতিক্রম নন। তবে সে সময়টায় মুম্বাই শহরে নিজেকে বন্দি না রেখে পানভেলে নিজের বাগানবাড়িতে ডেরা বেঁধেছিলেন 'টাইগার'। কিন্তু একা একা মাসের পর মাস কাটাতে কার-ই বা ভাল লাগে! তাই বন্ধুবান্ধবদেরও সঙ্গে নিয়েছিলেন ভাইজান। সেই তালিকায় অন্যতম জ্যাকলিন ফার্নান্ডেজ।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে সেই দিনগুলোর কিছু মজার ঘটনার কথা তুলে ধরলেন সালমান। সেখানেই জ্যাকলিনকে বকুনি দেওয়ার গল্পও বলেছেন 'টাইগার'। দর্শকরা যথারীতি হেসে গড়াগড়ি!

গত বছর অভিনেতা তাঁর পানভেলের বাগানবাড়ির কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তাতে কৃষকদের সম্মান জানিয়ে নিজের ছবি দিয়েছিলেন তিনি। একটিতে মাটি কোপানোর পরে কাদা মাখা শরীরে বিশ্রামরত। তা ছাড়া, আর একটি ভিডিয়োয় দেখা যায়, ট্র্যাক্টরে চেপে কৃষিকাজে মগ্ন ‘ভাইজান’।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি