ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পরীমনিকে জড়িয়ে ধরে কাঁদলেন ভক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৫ নভেম্বর ২০২১

নায়িকা পরীমনি

নায়িকা পরীমনি

আদালতে হাজিরা দিতে আসা পরীমনিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক তরুণী ভক্ত। পরে তাঁকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন নায়িকাও। সোমবার (১৫ নভেম্বর) সকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে ঘটে এমন ঘটনা।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানায় করা ওই মামলায় হাজিরা দিতে সোমবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। 

হাজিরা শেষে আদালতের বাইরে নায়িকার অটোগ্রাফ নেয়ার জন্য ভিড় জমান ভক্তরা। এক পর্যায়ে অপেক্ষমাণ এক তরুণী ভক্তকে অটোগ্রাফ দেন পরীমনি। এসময় প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। জবাবে তাঁকেও জড়িয়ে ধরেন আবেগাপ্লুত নায়িকা। যদিও পরীমনির ওই ভক্তের পরিচয় জানা যায়নি। 

এদিকে, পরীমনির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র এদিন গ্রহণ করেন আদালত। সেইসঙ্গে আগামী ১৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম ২৬ অক্টোবরকে অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। তবে আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অভিযোগপত্র আমলে নেয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, নায়িকা পরীমনি গত ৪ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর তাঁকে গত ৫ আগস্ট চার দিনের ও গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড পাঠান আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মামলায় তৃতীয় দফা গত ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়। 

এরপর গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ কারাগারে থাকা পরীমনিকে অসুস্থ, নারী, অভিনেত্রী, মাদকের পরিমাণ বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন প্রদান করেন। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি