ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘রাবণ’ এ রুদ্রমূর্তিতে জিৎ, জন্মদিনে টিজার উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৪২, ১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘রাবণ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেই টালিপাড়ায় হইচই ফেলে দিয়েছিলেন সুপারস্টার জিৎ। এবার সেই সিনেমার ট্রেইলার প্রকাশ করেই ভক্ত-অনুরাগীদের দিলেন বিশেষ উপহার। 

আগামী বছরের ঈদেই অ্যাকশন থ্রিলার ‘রাবণ’ মুক্তি পাবে বলেও জানিয়েছেন জিৎ। 

বলেছেন, এখনও সিনেমার শুটিং চলছে। তবে নিজের জন্মদিন বলে কথা! ভক্তদের উদ্দেশ্যে তাই  আগেভাগেই টিজার প্রকাশ করে দিলেন তিনি। 

জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় লাইভ সেশন করেছিলেন জিৎ। অনুরাগীদের প্রশ্ন করারও সুযোগ দিয়েছিলেন সেখানে। টিজার প্রকাশের কথাও সেখানেই জানিয়েছিলেন।  

এম এন রাজ পরিচালিত সিনেমাটির জন্য নিজের লুক একেবারে পাল্টে ফেলেছেন জিৎ। লাল চোখে কুটিল হাসি, একদিকের ভ্রু’র মাঝে কাটা দাগ। এক্কেবারে ‘রাবণ’ রূপেই সেজেছেন এই অভিনেতা। 

সিনেমাটিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, এ ছাড়াও রয়েছেন বিশ্বনাথ বসু ও লহমা ভট্টাচার্য। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি