ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘ক্রিসমাস ইভ’ এ কলকাতার রাস্তায় ‘সিক্রেট সান্টা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:২৫, ২৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বড়দিনের রাতে কলকাতার রাস্তায় হঠাৎ হাজির 'সিক্রেট সান্টা'। শীতে কাঁপতে থাকা পথের মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন কেক, শীতের পোশাক। কে এই সান্টা? তিনি আর কেউ নন, টালিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

গাড়ি থামতেই তার থেকে নেমে এলেন কালো পোশাক পরিহিত এক যুবতী। চুল টেনে বাঁধা, মুখে মাস্ক। আর ঝুলি ভরে 'গিফট'। একে একে সকলের হাতে তুলে দিলেন কেক, শীতের পোশাক, কম্বল। সঙ্গে ছিলন তার কয়েকজন অনুরাগী ও সঙ্গী, যারা অভিনেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন।

গড়িয়াহাট, বালিগঞ্জ, কসবা, রাসবিহারী চত্ত্বরের একাধিক মানুষের কাছে সত্যিই 'সিক্রেটলি' হাজির হলেন 'মিমি সান্তা'। উৎসবের শহরে, আনাচে কানাচে বিভিন্ন রাস্তার ধারে বাস করা একাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিলেন তিনি।  

নিজে যদিও কোথাও কোনও পোস্ট করেননি বা প্রচারও করেননি। কিন্তু কোনও এক অনুরাগীর ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন ঠিকই। 

আর সোশ্যাল মিডিয়ায় সেই অনুরাগীর করা পোস্টটিই ভাইরাল হল মুহূর্তেই। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি